শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেনের জন্য ড্রোন কিনতে অর্থ সংগ্রহ করছে লিথুনিয়ার জনগণ

আপডেট : ২৮ মে ২০২২, ১৩:১৮

ইউক্রেনের জন্য একটি উন্নত সামরিক ড্রোন কেনার উদ্যোগ নিয়েছেন লিথুনিয়ার সাধারণ জনগণ। সে জন্য ৫ মিলিয়ন ইউরো প্রয়োজন। এরই মধ্যে মাত্র তিন দিনে প্রায় ৩ মিলিয়ন ইউরো অর্থ জমা করেছে তারা। খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, লিথুয়ানিয়ার ইন্টারনেট সম্প্রচারকারী একটি চ্যানেল লাইসভেস টিভি। তারা জানিয়েছে, ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহ করছে শতাধিক মানুষ।

সাম্প্রতিক বছরগুলোতে ২০টিরও বেশি বায়রাখতার টিবিটু (Bayraktar TB2) সশস্ত্র ড্রোন কিনেছে ইউক্রেন। এবং গত ২৭ জানুয়ারি আরও ১৬টি কেনার জন্য অর্ডার দিয়েছে। মার্চের শুরুতেই সেগুলো হাতে পেয়ে যায় তারা।

লিথুনিয়ায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বেশতা পেটরো বলেন, ‘ইতিহাসে এমনটা প্রথমবার হচ্ছে, সাধারণ মানুষ বায়রাখতারের মতো কিছু কেনার জন্য অর্থ সংগ্রহ করছে। এটা অভূতপূর্ব, অবিশ্বাস্য।’

ইত্তেফাক/টিএ