শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মাইক্রোসফটে রিভার্সিবল স্ক্রিনশটের নিরাপত্তা নিশ্চিত

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১২:০৭

উইন্ডোজ ১০ এবং ১১ সংস্করণে সম্প্রতি নিরাপত্তাজনিত সমস্যা দেখা গিয়েছিল। ব্লিক কম্পিউটারে প্রথম ধরা পরে সমস্যাটি। এক্রোপ্যালিপস নামে একটি বাগের কারণে স্ক্রিনশট থেকেও ডাটা চুরি করতে পারছিল হ্যাকাররা। 

মাইক্রোসফট জানায়, তাদের স্নিপ এন্ড স্কেচ অ্যাপের মাধ্যমে যে কেউ তথ্য চুরি করে নিয়ে যেতে পারবে। তবে এই ডাটা চুরির প্রচেষ্টা কিছু ক্ষেত্রে করা যেতে পারে। ছবি তোলার সময়, তা সেভ করার সময় অথবা এডিট করার সময় যে কেউ ছবির কোনো একটি অংশ চুরি করে উন্মুক্ত করে দিতে পারে। তবে স্ক্রিনশট সেভ করার আগে সামান্য বদল করলে কোনো প্রভাব পড়বে না।

সপ্তাহের শুরুতে মাইক্রোসফট এই সমস্যাটি প্রথম শনাক্ত করতে সক্ষম হয়। অনেক ব্যবহারকারীও এরপর থেকে চিন্তিত হয়ে পড়ে। তবে মাইক্রোসফট দ্রুতই একটি আপডেট এনে সমস্যাটির সমাধান করে দিয়েছে। 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন