বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নৌকার পক্ষে নিউইয়র্কে প্রবাসীদের জয়গান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:০৮

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে নিউইয়র্কের শিল্পী-সাহিত্যিক-সাংবাদিকসহ পেশাজীবী এবং মুক্তিযোদ্ধারা নৌকার পক্ষে মাঠে নেমেছেন। সর্বত্র তাদের মাঝে এখন নৌকার জয়গান।

 

স্থানীয় সময় বুধবার রাতে নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত জ্যাকসন হাইটসে হাটবাজার পার্টি হলে আয়োজিত বড় এক সমাবেশ থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের নৌকা মার্কাকে পুনরায় বিজয়ী করার আহ্বান জানানো হয়। কমিউনিটি লিডার জাকারিয়া চৌধুরীর সার্বিক সঞ্চালনায় এ সমাবেশে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।

আরো পড়ুন : ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

‘মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকার পক্ষে সমাবেশ’শীর্ষক এ আলোচনায় অংশ নেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, চারণকবি বেলাল বেগ, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, ড. প্রদীপ রঞ্জন কর, জয়নুল আবেদীন, একাত্তরে শহীদ পরিবারের সন্তান ফাহিম রেজা নূর, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকার সভাপতি মিথুন আহমেদ, এ্যানি ফেরদৌস, নূরুল আমিন বাবু, আমিনুল ইসলাম কলিন্স, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি নিউইয়র্ক চ্যাপ্টারের সেক্রেটারি স্বীকৃতি বড়ুয়া, লেখক ও কলামিস্ট কামাল হোসেন মিঠু, কবি ফকির ইলিয়াস, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল বাতিন, শরাফ সরকার, সাংবাদিক মুহম্মদ ফজলুর রহমান, মাহফুজুর রহমান, আকবর হায়দার কিরণ, কবি মিশুক সেলিম, নারী নেত্রী অধ্যাপিকা হুসনেআরা বেগম, কণ্ঠশিল্পী তাহমিনা শহীদ, চন্দন চৌধুরী, কমিউনিটি অ্যাক্টিভিস্ট গোপাল সান্যাল, প্রজন্ম একাত্তরের সভাপতি শিবলী সাদিক, ইশতিয়াক রূপু, মাহফুজ রহমান প্রমুখ। অনুষ্ঠানে ছড়া ও কবিতা পাঠ করেন মনজুর কাদের ও মুমু আনসারী।

 

ইত্তেফাক/ইউবি