শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক গোলাম মল্লিক আর নেই

আপডেট : ১১ জানুয়ারি ২০১৯, ১৬:৩৪

নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক এবং বাংলাদেশ বেতারের সাবেক ক্রীড়া ভাষ্যকার গোলাম মল্লিক মারা গেছেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হয়ে কোমায় চলে যাবার ২৪ ঘণ্টা পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে গোলাম মল্লিকের বয়স হয়েছিল ৬৩ বছর।

হাসপাতালে গোলাম মল্লিকের খোঁজ-খবর রাখতেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা শামসুল আবদিন। তিনি জানান, খুলনার আজম খান সরকারি কমার্স কলেজের ছাত্র গোলাম মল্লিক ১৯৯১ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এর আগে বিনোদন সংবাদদাতা হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এরপর নিউইয়র্কে সাপ্তাহিক বাঙালিতে প্রায় এক যুগ চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। সাংবাদিক গোলাম মল্লিক দুই কন্যা সন্তানের জনক।

নিউইয়র্ক সময় শুক্রবার জুমআর নামাজের পর জ্যামাইকা মুসলিম সেন্টারে সাংবাদিক গোলাম মল্লিকের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর নিউইয়র্ক সিটি সংলগ্ন লংআইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল গোরস্থানে তাকে দাফন করা করার কথা রয়েছে।

আরো পড়ুন: সুবর্ণচরে গণধর্ষণ : আরো এক আসামি গ্রেফতার

সাংবাদিক গোলাম মল্লিকের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম। এক বিবৃতিতে তারা বলেন, সকলের সাথে সুসম্পর্ক রেখে পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন গোলাম মল্লিক।

ইত্তেফাক/বিএএফ