শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইন্দোনেশিয়ায় উদ্ধার ১৯৩ জন বাংলাদেশি পাচারের শিকার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩২

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি তালাবদ্ধ দোকান থেকে উদ্ধার ১৯৩ জন বাংলাদেশি পাচারের শিকার। মালয়েশিয়া নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়েছিল বলে জানিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

উত্তর সুমাত্রার অভিবাসন কর্মকর্তা ফেরি মোনাং সিহিত রয়টার্সকে বলেন, কাজের জন্য মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে টুরিস্ট ভিসায় এই বাংলাদেশিদের বালি ও ইয়োগাকার্তা শহর দিয়ে ইন্দোনেশিয়ায় আনা হয়। সুমাত্রা দ্বীপের মেদান শহরে একটি দোকানে তালাবদ্ধ করে রাখা হয়েছিল তাদের। গাদাগাদি করে থাকলেও উদ্ধারের সময় তারা সুস্থ ছিলেন। তাদেরকে একটি বন্দিশিবিরে পাঠানো হয়েছে। এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অভিবাসন কর্তৃপক্ষ। এরপরই তাদের ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরো পড়ুন: সৌদিতে বেকার হয়ে বাংলাদেশ কনস্যুলেটে অবস্থান প্রবাসীদের

উদ্ধার এক বাংলাদেশি বলেন, অনেককে পাচারকারীরা তিন মাস ধরে আটকে রেখেছে। আমাদের সবাইকে ধোঁকা দেওয়া হয়েছে। আমাদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা ছিল।

ইত্তেফাক/মোস্তাফিজ