বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সৌদিতে নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালাতে গিয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশি নারী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৮

সৌদি আরবের মক্কায় নির্যাতনে অতিষ্ঠ হয়ে পালানোর সময় তিন তলা ভবন থেকে পড়ে এক বাংলাদেশি গৃহকর্মী আহত হয়েছেন।বর্তমানে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। হাসপাতালে ওই গৃহকর্মী সৌদি পুলিশের নজরদারিতে রয়েছেন।

আহত ওই নারীর নাম মনি বেগম (২৬)। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।

জানা গেছে, এক মাস আগে গৃহকর্মীর ভিসায় সৌদি আরব যান মনি। মক্কায় এক সৌদি নাগরিকের বাসায় গৃহকর্মীর কাজ পান তিনি। কিন্তু কাজের সময় বিভিন্ন অজুহাতে মনিকে মারধোর করতো বাড়ির লোকেরা। সামান্য কিছু হলেই মারধোর করে ঘরে তালাবন্দি করে রাখতো। ঠিক মতো খাবারও দেওয়া হতোনা মনিকে।

আরো পড়ুন: ৩৬ বছর বয়সী নারীর বিরুদ্ধে ৯ বছরের বালককে ধর্ষণের অভিযোগ

হাসপাতালে মনি বলেন, নির্যাতন থেকে বাঁচতে তিন তলা ভবনের টয়লেটের পাইপ বেয়ে পালানোর সময় পরে গিয়ে আহত হন তিনি।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এক বাংলাদেশির সহায়তায় দেশটির এক পুলিশ সদস্য ১০ দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করান।

ইত্তেফাক/বিএএফ