শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউইয়র্ক পুলিশে বাংলাদেশি অফিসারদের প্রশংসা

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ১৬:১৬

বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক সিটির নিরাপত্তায় নিয়োজিত পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) কর্মরত বাংলাদেশি পুলিশ অফিসারদের দায়িত্বের প্রশংসা করেছেন সংস্থাটির কমিশনার জেমস ও'নিল। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের কুইন্স বুলেভার্ডের একটি পার্টি হলে বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশনের (বাপা) আয়োজিত চতুর্থ বার্ষিক নৈশভোজ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রশংসা করেন এনওয়াইপিডি কমিশনার। 

নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগের সাড়ে তিনশ অফিসারসহ ট্রাফিক এজেন্ট, কারেকশন অফিসার এবং স্টেট পুলিশ ও স্টেট কারেকশন বিভাগের দেড় হাজারেরও বেশি বাংলাদেশি নিউইয়র্কের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছেন। 

নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান জেমস ও'নিল বলেন, নিউইয়র্কে সাড়ে তিনশ পুলিশ অফিসার অকুণ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা অবশ্যই প্রশংসার যোগ্য। একই সঙ্গে ৮৬ লাখ নিউইয়র্কে প্রতিনিয়ত এই শহরের উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। গত ২০ বছরে নিউইয়র্ক শহরের বিস্ময়কর উন্নতি হয়েছে।

অনুষ্ঠানে নিউইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে আরও বাংলাদেশিদের সম্পৃক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, পুলিশ ভাইয়েরা যারা আছেন তারা আমাদের বাংলাদেশের মুখ অনেক উজ্জ্বল করছেন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচ পুলিশ অফিসারকে পুরস্কৃত করা হয়। বছরের সেরা পুলিশের পুরস্কার পান বাংলাদেশি ডিটেকটিভ ওয়ালিউর রহমান। সেরা কমিউনিটি ব্যক্তিত্বের পুরস্কার তুলে দেওয়া হয় অ্যাটর্নি মঈন চৌধুরীর হাতে। এসময় বাপার সভাপতি লেফটেন্যান্ট সুজাত খান এবং সাধারণ সম্পাদক অফিসার হুমায়ূন কবীর মঞ্চে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূলধারার কয়েকজন বাংলাদেশি নবীন শিল্পী সংগীত পরিবেশন করেন। বাপা’র সদস্যরা ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এ অনুষ্ঠানে যোগ দেন।

বাপা’র মিডিয়ার লিয়াজোঁ এনওয়াইপিডির ডিটেকটিভ জামিল সারোয়ার জনি জানান, নিউইয়র্ক পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং সংগঠনের সদস্যদের সপরিবারে উপস্থিতি বার্ষিক এ অনুষ্ঠানটিকে প্রাণবন্ত হয়ে ওঠে। 

ইত্তেফাক/জেডএইচ