শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২১:১০

অস্ট্রেলিয়া আওয়ামী লীগের উদ্যোগে সিডনিতে বাংলাদেশের স্থপতি বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রবিবার সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট প্রকাশক অন্বেষা প্রকাশনের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহাদাত হোসেন।

সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাসনাৎ মিল্টন, সহ-সভাপতি সলিসিটর নির্মাল্য তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির প্রধানীয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান শিমুন ফারুক রবিন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান হৃদয়, কার্যকরী কমিটির সদস্য এস এম বাবুল হাসান বাবু, ওসমান গনি, আওয়ামী যুবলীগের অস্ট্রেলিয়া শাখার সাধারণ সম্পাদক নোমান শামীম এবং যুবলীগ নেতা আমিনুল ইসলাম রুবেল।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রবাসীদের নানামুখী ভূমিকার কথা তুলে ধরেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের যোগ্য উত্তরসূরী হিসেবে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বাংলাদেশে বিদেশী বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের ভূমিকা রাখার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন। সভায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রবাসে সক্রিয় জামায়াত-শিবির এবং হাইব্রিড লীগের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

ইত্তেফাক/বিএএফ