শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোট চুরি করতেই ৩০ ডিসেম্বর নির্বাচন: রুহুল কবির রিজভী

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১২:৫৭

বিদেশি পর্যবেক্ষকদের এড়িয়ে ‘ভোট চুরি’র লক্ষ্যে ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

বিএনপির এই নেতা বলেন, ‘২৫ ডিসেম্বর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উত্সব। থার্টি ফার্স্ট ইংরেজি নববর্ষের কারণে বিদেশি পর্যবেক্ষক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূত হাই কমিশনার ও মিশন কর্মকর্তারা ছুটিতে থাকেন। তাদের দৃষ্টির অন্তরালে একটা বড় ভোট চুরির নির্বাচন করতে সরকারের নির্দেশে ৩০ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করেছে ইসি।’

আরো পড়ুন: জোট ও ফ্রন্টের মধ্যে আসন বণ্টনের চ্যালেঞ্জ বিএনপিতে

নির্বাচন এক মাস পেছানোর অনড় অবস্থানের কথা জানিয়ে রিজভী বলেন, নির্বাচনের শিডিউল এক মাস পেছাতে হবে। নির্বাচনে সবার জন্য মাঠ সমতল করতে হবে। শুধু নিজের জন্য মাঠ সমতল করবেন আর অন্যদের বের করে দেবেন এটা চলবে না।

ইত্তেফাক/এএম