শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বইমেলায় ঘর পালানো এক যুবকের আখ্যান ‘বাউণ্ডুলে’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৫

‘বাউণ্ডুলে’এক ঘরপালানো দুরন্ত তরুণের জীবনের উত্থানপতনের অকপট কাহিনি। বর্ণনায় এমন আটপৌরে ও মজলিশি ভঙ্গি যে একবার পাঠ শুরু করলে থামাথামি নাই। টাকা ধার করে বিদেশযাত্রায় বাড়িতে একদেশের কথা বলে অন্যদেশে চলে যাওয়া, যেমন-হংকং, পিকিং, মস্কো ও তারপর ইউরোপ, শেষে অস্ট্রিয়ায় থিতু হওয়া। শরণার্থী ক্যাম্পে থাকা, পুলিশের হাতে ধরা পড়া, রেলস্টেশনে রাত কাটানো, রাস্তায় পেপার বিক্রি, ভাষাকোর্স করা এবং নার্সের চাকরি, স্থানীয় মেয়ে মারিয়াকে বিয়ে-এ রকম অনেক নাটকীয় ঘটনা তার। মাকে ভালোবাসতেন খুব। মায়ের ঘড়ি পরার ইচ্ছা কানে লেগে থাকে- ‘যেদিন তুই তোর নিজের আয় করা টাকা দিয়ে আমাকে ঘড়ি কিনে দিবি সেদিনই ঘড়ি হাতে দেব। .. তোর বড় আপা যে দামের ঘড়ি পরে তার থেকে দামি হওয়া চাই।’ছেলেটি মা’র কথা রেখে খুব সুখ পেয়েছিল। ঘরপালানো নরম মনের এই মানুষটির ‘বাউন্ডুলে’ জীবনের আখ্যান পড়ুন, সত্যিই অসাধারণ সংবেদনশীল মানবিক গল্প।

 

কবি ও কথাসাহিত্যিক মইনুল হকের লেখা ‘বাউণ্ডুলে’ বইটির এই ছোট্ট রিভিউ যুক্ত প্রকাশনীর ফেসবুক পেজে লিখেছেন শেখ ফিরোজ আহমদ। সত্য এবং রোমাঞ্চকর এক ভ্রমণকাহিনী, সাথে নানান রঙের গল্পরা পাঠককে মুগ্ধ করে বলেই মনে করেন মইনুল হক।

যুক্ত প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মূল্য রাখা হয়েছে ৩০০ টাকা। বইয়ের প্রচ্ছদ শিল্পী মো. মনির হোসেন।

 

ইত্তেফাক/এএম