শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রেজা ঘটকের বই ‘বাংলা গানের এপার ওপার’

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৩০

ডিভোশনাল সঙ, ফিল্ম সঙ, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, অতুল প্রসাদের গান, দ্বিজেন্দ্রগীতির বাইরেও তখন বিশাল একটা গানের জগত সৃষ্টি হয়েছিল। বাংলা গানের স্বর্ণযুগের সেসব গান এখনো আমাদের প্রাণে উতাল হাওয়ার মত দোলা দেয়। আমাদের এক নস্টালজিয়ায় আক্রান্ত করে।

বাংলা গানের সেই স্বর্ণযুগের অনেক অন্তরালের ঘটনা পরম্পরাকে নিয়েই রেজা ঘটকের ‘বাংলা গানের এপার ওপার’ সংকলন। এটি প্রকাশ করেছে এক রঙ্গা এক ঘুড়ি।

এদিকে শ্রাবণ প্রকাশনী প্রকাশ করেছে রেজা ঘটকের প্রবন্ধ সংকলন আরেকটি বই ‘চলচ্চিত্রের দেশ বিদেশ’। এই বইয়ে তিনজনের অবদানসহ চলচ্চিত্রনির্মাতা সত্যজিৎ রায়, ঋত্বিক কুমার ঘটক, আন্দ্রেই তার্কোভ্স্কি, জহির রায়হান, ঋতুপর্ণা ঘোষ, কেতন মেহতা ও আসগার ফারহাদিকে নিয়ে লেখা হয়েছে।

এক রঙ্গা এক ঘুড়ি রেজা ঘটক সম্পাদিত ‘চিঠির ডায়েরি’ নামে আরেকটি বই প্রকাশ করেছে। ‘চিঠির ডায়েরি’ সংকলনটিতে বেশ কিছু ঐতিহাসিক চিঠি যুক্ত করে কিছুটা বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। এছাড়া সমকালীন নানান বিষয় নিয়ে সাজানো হয়েছে ‘চিঠির ডায়েরি’।

আরো পড়ুন: ইন্দ্রমোহনের মিষ্টি খেয়ে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

এছাড়া অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে রেজা ঘটকের বেশ কিছু বই। বিদ্যা প্রকাশে পাওয়া যাচ্ছে বসনিয়া যুদ্ধের উপর ঐতিহাসিক উপন্যাস ‘বসনা’। উপন্যাসটিতে বসনিয়ার যুদ্ধ ও তখনকার বিশ্বরাজনীতির কূটকৌশল অত্যন্ত নিপুণভাবে উঠে এসেছে।

অন্যপ্রকাশে পাওয়া যাচ্ছে রেজা ঘটকের গল্পের বই ‘ভূমিপুত্র’। ছায়াবীথিতে পাওয়া যাচ্ছে গল্পের বই ‘পঞ্চভূতেষু’। সব্যসাচীতে পাওয়া যাচ্ছে গল্পের বই ‘গল্পেশ্বরী’। শ্রাবণ প্রকাশনীতে পাওয়া যাচ্ছে ‘ফিদেল দ্য গ্রেট কমরেড’। ত্রয়ী প্রকাশন-এ পাওয়া যাচ্ছে রেজা ঘটকের বেস্ট সেলার বই 'মুজিব দ্য গ্রেট'। বইটির এবছর পঞ্চম সংস্করণ বের হয়েছে।  

ইত্তেফাক/জেডএইচ