শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বইমেলায় নূরুদ্দিন জাহাঙ্গীরের কিশোর উপন্যাস ‘অচেনা নগরে অর্বাচীন কিশোর’

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৪

একুশে গ্রন্থমেলায় এসেছে কথা সাহিত্যিক নূরুদ্দিন জাহাঙ্গীরের কিশোর উপন্যাস ‘অচেনা নগরে অর্বাচীন কিশোর’। উপন্যাসটি সম্পর্কে এক পাঠ প্রতিক্রিয়ায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলার অধ্যাপক ড. মো. মেহেদী হাসান বলেন, ‘এ এক অমল-ধবল কিশোরের গল্প, যে গল্পে রাফিদ নামের এক স্কুল-বালকের মনোজগত মূর্ত হয়ে আছে অতীত স্মৃতি আর বর্তমান অচেনা জগত ঘিরে।’

রাফিদ কিংবা এ শহরের কিশোর-কিশোরীরা কি বন্দী হয়েই থাকবে?  না, নূরুদ্দিন জাহাঙ্গীর রাফিদদের মুক্তির পথ খুলে দিয়েছেন অনুপম দক্ষতায়। তিনি উপন্যাসের প্রধান চরিত্র রাফিদকে নিয়ে গেছেন বইয়ের দোকানে, দেখিয়ে আনেন জাদুঘরের ভেতর লুকিয়ে থাকা ইতিহাস কিংবা দূরগ্রামের উদার প্রকৃতি। বইটিতে মুক্তিযুদ্ধের গণকবরের সঙ্গে পরিচিতি ঘটিয়ে আমাদের এই প্রজন্মকে মুক্তিযুদ্ধের আজানা ইতিহাসের সঙ্গে সংযুক্ত করে কিশোরদের জন্য গল্পের মধ্য দিয়ে তাদের জন্য এক নতুন চিন্তার জগত উন্মোচন করেন। লেখক মনোমুগ্ধকর ভঙ্গিতে নানা অনুষঙ্গের মধ্যদিয়ে আমাদের সময়কালকে অচেনা নগরে অর্বাচীন কিশোর উপন্যাসে তুলে আনেন।

বই সম্পর্কে লেখক নূরুদ্দিন জাহাঙ্গীর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ছুটি’ গল্পে ফটিকের মামার বয়ানে কিশোর-কিশোরীদের সম্পর্কে আমাদের নেতিবাচক ধ্রুপদী দৃষ্টিভঙ্গিটা বহুকাল আগে তুলে ধরেছিলেন। সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি কিনা এ প্রশ্নের উত্তর সহজলভ্য নয়। এ যুগে আমাদের চিন্তা ভাবনা, আচার-আচরণ কিশোর-কিশোরীদের সাবলীল বেড়ে উঠার পক্ষে কতখানি স্বাস্থ্যকর সেটা কি কখনো ভেবে দেখি? এমনকি আমাদের রাষ্ট্রও কি এদেশের ভবিষ্যত নাগরিকদের সুনাগরিক করে গড়ে তুলার জন্য কোনো উপযুক্ত রাষ্ট্রীয় ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছে কিনা ভেবে দেখেছে? কোন বার্তাবরণে আমাদের পরবর্তী প্রজন্ম বেড়ে উঠছে? অচেনা নগরে অর্বাচীন কিশোর এমন সব প্রশ্ন আর উত্তরের ভাবনার প্রেক্ষাপটে রচিত আমাদের সন্তানদের গল্প। আমাদের অতি আদরের, অতিশাসনের, অতি অবহেলার বেড়াজালের মধ্যে বেড়ে উঠা কিশোর কিশোরীদের গল্প, ওদের মা বাবা, প্রতিবেশী, চাওয়া পাওয়া, ভালো লাগা-খারাপ লাগা আর ভাবনার গল্প। এই গল্পের আয়নায় ওরা নিজেদের দেখতে পাবে, ওদের পিতামাতা, প্রতিবেশী, শিক্ষক আর সহপাঠীদের দেখতে পাবে। ওদের চলার পথের ভুলগুলো অনুধাবন করতে পারবে। আর আমরা যারা ওদের মানুষ করে গড়ে তোলার জন্য অহর্নিশ ভেবে মরছি আমাদের প্রতি’ ছবিও এই উপন্যাসে দেখতে পাব, দেখে আমাদের সন্তানদের বর্তমান আর ভবিষ্যত নিয়ে নতুন করে ভাবতে পারব।’

আরও পড়ুন: অভিজিৎ রায় হত্যাকাণ্ড: ৬ জনকে অভিযুক্ত করে চার্জশিট

লেখক মনে করেন, আমাদের কিশোর কিশোরীরা জীবন ঘনিষ্ঠ প্রকৃত সাহিত্য পড়ার মাধ্যমেই বাস্তব জীবনকে উপলব্ধি করতে পারবে। তথাকথিত কল্পকাহিনীও ফ্যান্টাসির মেকি জগত থেকে বেরিয়ে এসে সত্যিকার আলোকোজ্জ্বল জীবনের দিশা পাবে। অন্যপ্রকাশ থেকে প্রকাশিত এই কিশোর উপন্যাসটির প্রচ্ছদ করেছেন সোহেল আশরাফ। মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। 

ইত্তেফাক/কেকে