শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাজধানীতে তুচ্ছ ঘটনায় শ্রমিক নিহত

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৮:১৪

রাজধানীর চকবাজারের উর্দু রোডে একটি প্লাস্টিক কারখনায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের মারধরে রুবেল (২৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত অবস্থায় সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রুবেল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নূরুজ্জামানের ছেলে। তিনি ওই কারখানাতেই থাকতেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা জামাল জানান, তারা উর্দু রোডে লিটনের প্লাস্টিক কারখানায় কাজ করেন। ভোরে কারখানার মালিক লিটন তাকে ফোন দিয়ে জানায় কর্মচারী আলম অপর কর্মচারী রুবেলের মাথায় আঘাত করেছেন। পরে তিনি কারখানায় গিয়ে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দু’শ্রমিকের মারামারি বিষয়ে সঠিক কিছু না জানালেও শুধু বলেন তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডার মধ্যে আলম রুবেলকে আঘাত করেন। 

আরো পড়ুনঃ ঐক্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া

চকবাজার থানার ওসি শামীমুর রশিদ তালুকদার বলেন, কাজ নিয়ে তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে আলম রুবেলকে আঘাত করেন। আলম পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ইত্তেফাক/কেক