শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শাহজালালে ১ কেজি সোনা উদ্ধার

আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ২০:২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার ও ১টি সোনার চেইন উদ্ধার করছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। তার নাম আশিক আহমেদ, তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকায় এসেছেন। সোমবার ভোর পৌনে ৫টা দিকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম সোমবার বিকালে এ তথ্য জানান। 

তিনি জানান, গোয়েন্দা তথ্য ছিল কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৭ নম্বর ফ্লাইটে অবৈধ সোনা পাচার হবে। এ তথ্যে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মিানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। ফ্লাইটি আসার পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন সন্দেহভাজন যাত্রী আশিক আহমেদ। এ সময় তাকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। তিনি প্রথমে সোনার কথা অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি সোনার কথা স্বীকার করেন। তার দু’পায়ের মোজার ভেতর থেকে ১০টি সোনার বার ও ১টি চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৩৬ গ্রাম। এর মূল্য  ৫২ লাখ ৮০ হাজার টাকা। 

আরও পড়ুন: বিএনপির কাছে সংবিধান-গণতন্ত্র নিরাপদ: ড. খন্দকার মোশাররফ

ইত্তেফাক/এমআই