তাবলিগ জামায়াতের দিল্লির নিজামুদ্দিন মারকাজের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভী ঢাকায় অবস্থান করছেন। তিনি শুক্রবারও দেশে ফিরে যাননি। রাজধানীর কাকরাইল মারকাজ মসজিদে জুমার নামাজের আগে বয়ান করেছেন। বয়ানে আশপাশের অনেক মুসল্লি উপস্থিত ছিলেন।
মাওলানা সাদ কান্ধলবীর কাকরাইলে অবস্থান করা নিয়ে তাবলিগের একাংশ কাকরাইল মসজিদে অবস্থান করছেন। অন্য গ্রুপ তাকে দ্রুত দেশ থেকে ভারতে পাঠিয়ে দেয়ার দাবিতে অনঢ় রয়েছেন। কাকরাইল মসজিদে বয়ানে মাওলানা সাদ কান্ধলবী দাওয়াত ও তাবলিগের গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং বিশ্বব্যাপী এই মেহনত ছড়িয়ে দেয়ার আহ্বান জনান।
এ প্রসঙ্গে সা’দ অনুসারী তাবলিগের জিম্মাদার মাওলানা উসামা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়েই মাওলানা সা’দ কাকরাইলে বয়ান করেছেন।
অন্যদিকে, শুক্রবার বাদ ফজর জর্দানের মাওলানা শায়েখ ওমর খতিবের আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীতে তাবলিগ জামাতের আয়োজনে বৃহত্তম মুসলিম জমায়েত ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
ইত্তেফাক/ইউবি