শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে ‘হাব’ এর অভিনন্দন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ২২:০৬

হজযাত্রীদের বিমান ভাড়া ১০ হাজার ১৯১ টাকা কমানোর ঘোষণায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। শুক্রবার সংগঠনের এক বিজ্ঞপ্তিতে হাব মহাসচিব শাহাদাত হোসেন তসলিম বলেন, এই সিদ্ধান্ত যুগান্তকারী। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত আন্তরিকতার কারণে সম্ভব হয়েছে। তসলিম বলেন, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) দীর্ঘদিন ধরে বিমানভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিল। গত বছর হজ মৌসুমে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে বিমানভাড়া অনেক বেশি উলে­খ করে লাখ টাকার নিচে নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তারা। 

শাহাদাত হোসেন তসলিম জানান, বিমানের ইতিহাসে ভাড়া কমানোর রেকর্ড নেই। তাদের দাবির পরিপ্রেক্ষিতে এ বছর ১০ হাজার টাকা ভাড়া কমানোয় তারা খুশি। তবে বিমান কর্তৃপক্ষ চাইলে ভাড়া আরও কমাতে পারে বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৯ সালের হজ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়। বৈঠকে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের জন্য বিমানভাড়া ১ লাখ ৩৮ হাজার ১৯১ টাকা থেকে ১০ হাজার টাকা কমিয়ে ১ লাখ ২৮ হাজার ১৯১ টাকা করা হয়। এ জন্য প্রধানমন্ত্রী, ধর্মমন্ত্রীকে ধন্যবাদ জানাই।

আরও পড়ুন: কাউন্সিল ডেকে বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনার প্রস্তাব

ইত্তেফাক/এমআই