শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাংবাদিক জুটন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫১

সাংবাদিক জুটন চৌধুরীর প্রথম মৃত্যুবার্ষিকী রবিবার ১৭ ফেব্রুয়ারি। তার মৃত্যুবার্ষিকীতে বিকাল ৪টায় এফডিসির জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়ামে এক স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এতে সাংবাদিক নেতৃবৃন্দসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট নেতারা উপস্থিত থাকবেন।

মরণব্যাধি কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে জুটন  গত বছর ১৭ ফেব্রুয়ারি রাতে  মোহাম্মদপুর পিসি কালচারের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জুটন চৌধুরীর কর্মজীবন শুরু দৈনিক ভোরের কাগজ দিয়ে। সাংবাদিক ও সাহিত্যিক আনিসুল হকের হাত দিয়েই তার বিনোদন সাংবাদিকতার শুরু। এক সময় ভোরের কাগজ ছেড়ে যোগ দেন  জনপ্রিয় পাক্ষিক ম্যাগাজিন ‘আনন্দধারা’। দীর্ঘদিন জুটন ‘আনন্দধারা’য় প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। 

এরপর নিজের সম্পাদনায় ‘বিনোদন চিত্র’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করেন। সর্বশেষ জুটন চৌধুরী দৈনিক সংবাদ প্রতিদিনে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। 

তিনি মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মা জীবিত রয়েছেন। তার ভাই- বোনরা কানাডা ও ফ্রান্স  প্রবাসী।

ইত্তেফাক/জেডএইচ