শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এভিয়েশন অপারেটরস এসোসিয়েশনের দায়িত্ব নিল নতুন কমিটি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৪

এভিয়েশন খাত সংশ্লিষ্টদের সংগঠন ‘এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ’র (এওএবি) নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী প্রেসিডেন্ট ও নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান জেনারেল সেক্রেটারি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

সোমবার রাজধানীর মাছরাঙ্গা টেলিভিশনের প্রধান কার্যালয়ে নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে। কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রিজেন্ট এয়ারওয়েজের চেয়ারম্যান ইয়াসিন আলী এবং ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন। 

কোষাধ্যক্ষ হিসেবে ইমপ্রেস এভিয়েশনের জেড মাহমুদ মামুন, সাংগঠনিক সম্পাদক হিসেবে বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের রাকিবুল কবির, প্রকাশনা সম্পাদক হিসেবে স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের মোহাম্মদ আরিফুর রহমান, যুগ্ম সম্পাদক হিসেবে বিআরবি এয়ারলাইন্সের মোহাম্মদ পারভেজ রহমান নির্বাচিত হয়েছেন। 

আরো পড়ুন: ফের শুরু হচ্ছে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা

এছাড়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মেঘনা এভিয়েশনের মোস্তফা কামাল, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ, ব্লু ফ্লাইং একাডেমির আব্দুল্লাহ আল জহির স্বপন, পারটেক্স এভিয়েশনের রুবেল আজিজ ও জিএমজি এয়ারলাইন্সের আশীষ রায় চেীধুরী।   

দেশের এভিয়েশন খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১২ সালের ২৫ ফেব্রুয়ারি এভিয়েশন অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ-এওএবি গঠন করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

ইত্তেফাক/জেডএইচ