শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা মেডিক্যালে লাশের অপেক্ষায় স্বজনরা

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২৯

রাজধানীর চকবাজার এলাকায় কেমিক্যাল গোডাউনে আগুন লেগে নিহত ৭০ জনের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ইতিমধ্যে চিকিৎসকরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে লাশের ময়নাতদন্ত শুরু করেছে। নিখোঁজ আর নিহতদের খোঁজে স্বজনরা ঢাকা মেডিক্যালে অপেক্ষা করছে।

 

আগুন লেগে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা। তারা লাশ দেখে শনাক্ত করার চেষ্টা করছে। লাশ দেখে শনাক্ত করা সম্ভব না হলে পরিবারের অন্য সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করার চেষ্টা করছেন।

আরো পড়ুন : চকবাজারে অগ্নিকাণ্ডে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

বুধবার রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

ইত্তেফাক/ইউবি