শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘বর্ষায় ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সব কিছু করবে’

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৭:৪৪

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, আগামী বর্ষায় জনগণের ভোগান্তি লাঘবে সিটি কর্পোরেশন সম্ভাব্য সব কিছু করবে।

তিনি বলেন, ‘জনগণের ভোগান্তি লাঘবে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে কাজ করতে চাই। এই শহরকে আমরা সবাই ভালোবাসি। ভালোবাসার শহরের উন্নতির লক্ষ্যে জনগণকে সঙ্গে নিয়ে আমি সম্ভাব্য সব কিছু করবো’।

আজ সোমবার ডিএনসিসি’র জলাবদ্ধতাপ্রবণ এলাকা পরিদর্শনকালে মেয়র বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা থেকে সবাইকে বিরত থাকতে হবে। জনগণকে সচেতন হতে হবে।

ডিএনসিসি এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় এরকম ৪টি স্থান তিনি পরিদর্শন করেন। স্থানগুলো হলো- উত্তরার শায়েস্তা খাঁ এভিনিউর কসাই বাড়ি, আশকোনা, বনানী মাছরাঙা টিভি ভবনের সামনের সড়ক এবং উত্তর বাড্ডার সুতিখাল।

আরও পড়ুন: নুরও আমাদের সঙ্গে কাজ করবে: ছাত্রলীগ সভাপতি

ইত্তেফাক/এমআই