বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর মাশরাফি

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২০:৩৩

পাঠাওয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার নাম ঘোষণা করে পাঠাও কর্তৃপক্ষ।

পাঠাও’ এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘মাশরাফি বিন মুর্তজাকে পাঠাও’এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা খুবই গর্বিত। তিনি বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করে চলেছেন। দেশের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসা সর্বজন স্বীকৃত। তার প্রতিটি কর্মকাণ্ডে রয়েছে দেশপ্রেমের ছোঁয়া। আমরা বিশ্বাস করি মাশরাফির উপস্থিতি বাংলাদেশের ডিজিটাল খাত বিনির্মাণে ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ‘দুর্নীতি রুখতে আইনের পাশাপাশি সামাজিক দণ্ডও প্রয়োজন’

মাশরাফি বলেন, ‘আমি অনেক দিন ধরে লক্ষ করছি পাঠাও বাংলাদেশের অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রাখছে। এমনকি দেশের বাইরেও পাঠাও তার সেবার ক্ষেত্র বিস্তৃত করেছে। লাখ লাখ মানুষের সময় ও অর্থ বাঁচানোর পাশাপাশি সমাজের উন্নয়নে ভূমিকা রাখবে।’

ইত্তেফাক/এমআই