শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বিচারাধীন শিশুর ছবিসহ পরিচিতি প্রকাশ-প্রচার বন্ধে হাইকোর্টে রিট

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২০:০৫

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শিশু আদালতে বিচারাধীন কোনো মামলায় শিশু আসামির ছবিসহ পরিচিতি তুলে ধরা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহে এ রিটের ওপর শুনানি হবে।

আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন আইনজীবী  সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। 

আরো পড়ুনঃ তারেক রহমান কেন নির্বাচন প্রক্রিয়ায়, ইসিকে প্রশ্ন ওবায়দুল কাদেরের

রিটে বলা হয়, শিশু আইনের ২৮ ধারা অনুযায়ী কোনো সংবাদ মাধ্যম বা কেউ শিশু অপরাধী বা বিচারের সঙ্গে সংশ্লিষ্ট কোনো শিশুর নাম, ঠিকানা, ছবি, পরিচিতি প্রচার বা প্রকাশ করতে পারবে না। এমন কোনো বর্ণনাও প্রচার-প্রকাশ করা যাবে না, যাতে শিশু অপরাধী বা বিচারের সাথে সংশ্লিষ্ট শিশুটির পরিচিতি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু গত ৫ নভেম্বর একটি ইংরেজি দৈনিকে ‘বয় গেটস টেন ইয়ার্স ফর কিলিং ক্লাসমেটস’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বিচারাধীন শিশুর পরিচিতি প্রকাশ করা হয়। যা আইনের স্পষ্ট লংঘন। এই প্রতিবেদন যুক্ত করে এ রিট করা হয়। 

ইত্তেফাক/কেকে