বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বঙ্গবন্ধুর ছবি না ছাপানোয় শুভংকর সাহাকে হাইকোর্টে তলব

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০২

ইতিহাস বিকৃতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক শুভংকর সাহাকে তলব করেছে হাইকোর্ট। আগামী ১২ মার্চ তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 

আদালত বলেছে, উনি হাজির না হলে সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হবে। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।

শুভংকর সাহা বাংলাদেশ ব্যাংকের ইতিহাস বইয়ের সম্পাদনা কমিটির সম্পাদক ছিলেন। এই বইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি না ছাপানোর বিষয়ে বলেছেন, ব্যাংক সংশ্লিষ্ট বিষয়ে বঙ্গবন্ধুর ছবি পাওয়া যায় নি।

আরও পড়ুন: শ্রমিক নেয়ার বিষয়ে আরব আমিরাতের ইতিবাচক সাড়া

ইত্তেফাক/এমআই