শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনা: কোটি টাকা করে ক্ষতিপূরণ চেয়ে রিট

আপডেট : ১০ মার্চ ২০১৯, ১৫:৩৫

ঢাকা জজ কোর্ট ভবনে লিফট দুর্ঘটনায় আহতদের পরিবারকে ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। আজ রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট মাহফুজুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এ রিট দায়ের করেন।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।

রিটে আহতদের প্রত্যেককে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া ১৫ দিনের মধ্যে পুরনো লিফট পরিবর্তন করে নতুন লিফট পুনঃস্থাপনের নির্দেশনা চাওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৫৭ আরোহী নিয়ে ইথিওপিয়ার বিমান বিধ্বস্ত

এর আগে গত ৭ মার্চ ঢাকা জজ কোর্টের লিফট দুর্ঘটনায় আইনজীবীসহ ১৪ জন আহত হন।

ইত্তেফাক/কেকে