শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি করতে চান না খালেদার আইনজীবীরা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:১১

নির্বাচনে অংশগ্রহণের লক্ষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের শুনানি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে করতে চান না তার আইনজীবীরা।বৃহস্পতিবার শুনানি ও নিষ্পত্তির জন্য বিষয়টি বিচারপতি জেবিএম হাসানের একক বেঞ্চে আসে। 

বেলা ৩টায় আদালত বসলে খালেদার আইনজীবী এজে মোহাম্মদ আলী বলেন, ‌‘যে বেঞ্চ দ্বিধাবিভক্ত আদেশ দিয়েছে রীতি অনুযায়ী তা নিষ্পত্তির জন্য তার চেয়ে জ্যেষ্ট বিচারপতির বেঞ্চে যাওয়া প্রয়োজন। আমরা এজন্য যথাযথ বেঞ্চে যেতে চাই। আপনি মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিন।’

আদালত বলে, ‘আমি ইচ্ছে করলেই কি পাঠিয়ে দিতে পারব? আমাকে তো একটা আদেশ দিতে হবে। আবেদন দিন। কিসের ওপর আদেশ দেব।’

আরো পড়ুনঃ রাজনৈতিক হীন উদ্দেশ্যে বানোয়াট অডিও প্রচার হচ্ছে: খন্দকার মোশাররফ

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘সময়ক্ষপনের অংশ হিসেবে উনারা এ কৌশল নিয়েছে।’ 

পরে আদালত সোমবার এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য এ দিন ধার্য করেন। 

খালেদার আইনজীবী বদরুদ্দোজা বাদল বলেন, ‘আমরা আদালতের প্রতি অনাস্থা দিয়েছি। এ বেঞ্চ শুনানি করতে চাই না।’

ইত্তেফাক/কেকে