মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বই মেলায় ফরিদুল ইসলামের ‘আশ্রয়’

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪১

অমর একুশে গ্রন্থমেলায় কথাসাহিত্যিক ফরিদুল ইসলাম নির্জনের চতুর্থ গ্রন্থ ও দ্বিতীয় উপন্যাস ‘আশ্রয়’ এসেছে। উপন্যাসটি প্রকাশ করেছে জাগৃতি প্রকাশনী। 

উপন্যাসটি একটি সামাজিক আখ্যান। বইটিতে ভূমিকা লিখতে গিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘আশ্রয়’ উপন্যাসের পটভূমি নারীর বেঁচে থাকার দুস্তর পথের অভিযাত্রা। গ্রামীণ পটভূমিতে রচিত হয়েছে এই উপন্যাস। অনেক বিষয় নিয়ে নির্জনের উপন্যাস সময়ের প্রতিনিধিত্ব করে।

কথাসাহিত্যিক স্বকৃত নোমান বইটির ভূমিকাতে লিখেছেন, উপন্যাস লেখার জন্য যে ধৈর্য, যে সাধনা ও যে প্রজ্ঞার প্রয়োজন হয়, সাম্প্রতিক সময়ের তরুণ লেখকদের মধ্যে তার কিছুটা অভাব দেখা যায়। যে কজন তরুণ উপন্যাস-সাধনার পথে যাত্রা করেছেন, ফরিদুল ইসলাম নির্জন তাদের একজন।  

আরো পড়ুন: হজ যাত্রীদের খরচ বাড়েনি বরং কমেছে: ধর্ম প্রতিমন্ত্রী

আশ্রয় সম্পর্কে ফরিদুল ইসলাম নির্জন বলেন, লেখক হিসেবে আমার কিছু দায়বদ্ধ আছে। সেই দায়বদ্ধতা থেকে আমার আশ্রয় উপন্যাস। আশা করি সমাজ পরিবর্তনে এই উপন্যাস অনেক সহায়ক হবে। 

‘আশ্রয়’ উপন্যাসের  প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। এটি জাগৃতি প্রকাশনীর স্টলে পাওয়া যাচ্ছে। দাম রাখা হচ্ছে ২৫০ টাকা। 

ইত্তেফাক/জেডএইচ