মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বইমেলায় বোরহান বিশ্বাসের ছড়ার বই ‘এলোমেলো’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৩

একুশে গ্রন্থমেলায় এসেছে সাংবাদিক বোরহান বিশ্বাসের মজার ছড়ার বই ‘এলোমেলো’। বইটিতে সমসাময়িক প্রসঙ্গ ছাড়াও রাজনীতি, অর্থনীতি ও সমাজের বিভিন্ন বিষয় নিয়ে মজার মজার ছড়া সন্নিবেশিত হয়েছে।

প্রায় অর্ধশত ছড়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- বঙ্গবন্ধু ও বাংলাদেশ, আছি রে মোটামুটি, সিটিং সিটিং খেলা, প্রিয় হুমায়ূন আহমেদ, গণহত্যার স্বীকৃতি, শোকে জন্মদিন, অং সান সু চি, বদলের হাওয়া, ক্রিকেট, চিকিৎসা. ঈদ অনুষ্ঠান ইত্যাদি।

‘এলোমেলো’ বইটি এখন বাংলা একাডেমি প্রাঙ্গণের বঙ্গবন্ধু ফাউন্ডেশন (স্টল নং- ১০০/৬-১০০/৭, আমতলা) এবং জাতীয় গ্রন্থকেন্দ্র (স্টল নং-৭০, ৭১, ৭২) এ পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন: বিএনপি মামলাবাজ ও হতাশাগ্রস্ত দল: মোহাম্মদ নাসিম

বোরহান বিশ্বাস বলেন, প্রচলিত ধারার বাইরে গিয়ে ভিন্ন কিছু করার চেষ্টা করেছি। পুরো বইটি পড়লে পাঠক বিষয়টি বুঝতে পারবেন। সিরিয়াস বিষয়গুলো সহজভাবে তুলে ধরার জন্য মজা করে লিখেছি। আশা করি, বইটি সবার ভালো লাগবে।

বোরহান বিশ্বাস প্রায় এক যুগ ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত। এর আগে তার মঞ্চ (থিয়েটার) বিষয়ে সাক্ষাৎকার ভিত্তিক দুটি বই ‘মঞ্চ: নবীন ও প্রবীণের ভাবনা’ এবং ‘মঞ্চের নাট্যজনেরা’ যথাক্রমে ২০০৮ ও ২০০৯ সালে প্রকাশিত হয়েছিল।  

ইত্তেফাক/জেডএইচ