বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দৃক গ্যালারিতে তিন সংগ্রাহকের প্রদর্শনী

আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৪:৪৪

রাজধানীর দৃক গ্যালারিতে ডাকটিকিট (পোস্টাল স্ট্যাম্প), মুদ্রা (কারেন্সি) ও দিয়াশলাইয়ের (ম্যাচবক্স) সংগ্রহ নিয়ে পাঁচ দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

২১ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীটির উদ্বোধন করবেন নৃত্য শিল্পী ওয়ার্দা রিহাব এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সঙ্গীত শিল্পী দেবলীনা সুর ও অভিনয় শিল্পী, মডেল মৌটুসী বিশ্বাস। প্রদর্শনীটি চলবে ২১-২৫ মার্চ দপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত।

প্রদর্শনীতে রবিউল ইসলামের সংগ্রহে থাকা বিশ্বের বিভিন্ন দেশের ব্যাংক নোট ও মুদ্রা, গোলাম আবেদের সংগ্রহে থাকা নানা দেশের ডাকটিকিট এবং সাকিল হকে সংগ্রহে থাকা বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র দিয়াশলাই থেকে শুরু করে হরেকরকম দিয়াশলাই দর্শনার্থীরা দেখতে পাবেন। এছাড়া বিশিষ্ট চিত্রশিল্পী মর্তুজা বশীরের শিল্পকর্ম দিয়ে সাকিল হকের ডিজাইন করা নতুন দিয়াশলাই যা বাংলাদেশে এই প্রথম উম্মেচন হতে যাচ্ছে। উল্লেখ্য যে, গত বছরের মার্চ মাসে এই তিন সংগ্রাহক, কালেক্টরস এক্সিবিশন নামে তাদের প্রথম প্রদর্শনীটি করেন। প্রদর্শনীটি আশাতিতভাবে সাফল্য লাভ করায় এ বছর তাঁরা কালেক্টরস এক্সিবিশন -২ নামে এ প্রদর্শনীটি আয়োজন করেছেন।  প্রদর্শনীটির ইভেন্ট এবং পিআর পার্টনা এক্সট্রা পিআর এবং সার্বিক সহযোগিতায় ব্ল্যাক এন ওরেঞ্জ ও ঢাকা কমিউনিকেশন্স।

 

ইত্তেফাক/এএম