বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দশ বছরে দেশের অভূতপূর্ব অর্থনৈতিক অগ্রগতি হয়েছে: পরিকল্পনামন্ত্রী

আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৯:০০

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘গত দশ বছরে দেশের অভূতপূর্ব অর্থনৈতনিক অগ্রগতি হয়েছে।শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রের উন্নয়ন বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর নজর কেড়েছে।বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের এক রোল মডেল।’ 

এলাকার জনগণের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়ন ও শান্তি চাইলে নৌকায় ভোট দিন। দেশের শান্তি শৃঙখলা বজায় থাকলে দেশ আরও উন্নত হবে। আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি। এই উন্নয়নের ধারাবাহিকতা যাতে অব্যাহত থাকে সেজন্য আবারও নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করুন।’

শনিবার কুমিল্লা-১০ সংসদীয় আসনের লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে আয়োজিত নির্বাচনী পথসভায় মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, ‘আমরা কি আরেকটি ২০০১ সাল দেখতে চাই? আমরা কি আরেকটি ২১ আগস্ট দেখতে চাই? আমরা এই অঞ্চলকে ২১ আগস্ট মুক্ত রাখব। আমরা এ অঞ্চলকে আরেকটি ২০০১ সালের মতো পরিস্থিতির দিকে নিয়ে যেতে চাই না।’ 

তিনি বলেন, ‘মানুষকে ভালোবাসতে হবে। মানুষকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যায়। আমরা মানুষকে ভালোবাসার রাজনীতির কথা বলব, ঐক্যের কথা বলব। মানুষে মানুষে হানাহানি নয়, মারামারি নয়। এখন তো নির্বাচন। আমি কাজ করেছি। ১০ বছরে আমি আমার মন দিয়ে কাজ করেছি এলাকার জন্য। সেই বিশ্বাস থেকে বলতে পারি, এখন সময় আপনাদের (ভোটার)। যদি ভালো কাজ করে থাকি তাহলে আপনারা সবাই আমার পাশে থাকবেন।’ 

আরো পড়ুনঃ জরিমানা দিয়েও মুক্তি মেলেনি রোনালদোর

পথসভায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বি.কম. জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আব্দুল মমিন মজুমদার, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ, গোলাম জিলানী, অধ্যাপক আলমগীর হোসেন অপু, যুবলীগ নেতা কামরুল ইসলাম শাহীন, মোতালেব হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। 

ইত্তেফাক/কেকে