শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

জাবিতে মাদক সেবনকালে ঢাবি-জবি শিক্ষার্থীসহ আটক ১০

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ২০:৫৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘হিম উৎসব’ অনুষ্ঠানে গিয়ে মাদক সেবনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৩ নারী শিক্ষার্থীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। শনিবার রাত সাড়ে ১০টা থেকে ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দ্বীন মুক্তমঞ্চের আশপাশে বসা মাদকের আসর থেকে তাদের আটক করা হয়।

আটককৃত ঢাবির শিক্ষার্থীরা হলেন- সাইকোলজি বিভাগের নুসরাত জাহান, ফারসি বিভাগের জান্নাতুল ফেরদৌস, সামিহা হক (এমআইএস) ও ডেপলভমেন্ট স্টাডিজ বিভাগের হাবিব আহসান, আশফাক হোসেন এবং খাইরুল ইসলাম শুভ। এছাড়া জবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ার বিভাগ আসাদুজ্জামান নূর।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘মুক্তমঞ্চে ‘হিম উৎসবে’র কনসার্ট চলাকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি মঞ্চে ছিল। কিন্তু মঞ্চজুড়ে গাঁজার গন্ধ। এমন অবস্থায় আমরা মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করি। তখন আমরা দেখতে পাই বহিরাগত কিছু শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে গাঁজা ও মদ খাচ্ছিল। আটক করে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ শেষে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর একজনকে পুলিশে দেওয়া হয়েছে।’

আরো পড়ুন: স্বামী ডি ভিলিয়ার্সকে 'পাগলের মতো' মিস করছেন ড্যানিয়েল

তিনি আরো বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নিয়েছি। মুক্তমঞ্চের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে এভাবে প্রকাশ্যে বহিরাগতদের মাদক সেবন ও মাদক গ্রহণ খুবই দুঃখজনক।’

এই বিষয়ে হিম উৎসবের আয়োজকদের একজন স্বাগতম নীল বলেন, ‘এই ঘটনা হিম উৎসবের সাথে সংশ্লিষ্ট না। মাদক যারা গ্রহণ করেছে তারা বহিরাগত, তারা ব্যাক্তিগতভাবে করেছে। এর দায়ভার হিম উৎসব কর্তৃপক্ষ নিবেনা। হিম উৎসব কর্তৃপক্ষ মাদক সংশ্লিষ্ট কোন বিষয়কে সমর্থন করেনা।’

ইত্তেফাক/বিএএফ