শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইবিতে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেলের প্রবর্তন

আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ০৯:৩৫

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা, মেন্টরিং, শ্রেণিকক্ষে পাঠদান ও গুণী শিক্ষকদের মূল্যায়ন করতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রবর্তন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ১৪৪তম একাডেমিক কাউন্সিল সভায় বিষয়টি অনুমোদিত হয়েছে। একাডেমিক কার্যক্রমকে বেগবান করতে এটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপকবৃন্দ।

তথ্য প্রকাশনা ও জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, ‘বিশ্ববিদ্যালয়ের আটটি অনুষদে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হতে প্রতি বছর মোট ৮ জন শিক্ষককে ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হবে। শ্রেণি কক্ষে পাঠদান, গবেষণা ও মেন্টরিংয়ের উপর ভিত্তি করে জুরি বোর্ডের সুপারিশের মাধ্যমে এই গোল্ড মেডেল প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও একাডেমিক কার্যক্রম কে আর বেগবান করতে ১৪৪ তম একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্তটি গৃহীত হয়। একই সাথে ইউজিসি কতৃর্ক পাশকৃত অর্গানোগ্রাম অনুযায়ী সময়পযোগী  নতুন তিনটি অনুষদ খোলায় শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। দেশের প্রথম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক গোল্ড মেডেলের এমন সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ।

বিশ্ববিদ্যালয়ের এ্যাসিসটেন্ট প্রক্টর শাম্মী আক্তার বলেন, ‘আমি মনে করি এই উদ্যোগ শিক্ষকদের উত্কর্ষতা সাধন, ক্লাস পারফরম্যান্স আইকনিক করন এবং গবেষণার মাধ্যমে সেবা প্রদান সর্বোপরি শিক্ষার্থীদের কে সঠিক মেন্টরিং ও মনিটরিং এর জন্য অনুঘটক হিসেবে কাজ করবে।’

ভাইস-চ্যান্সেলর ড. রাশিদ আসকারী বলেন,‘ শিক্ষকদের মধ্যে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতার ক্ষেত্র প্রস্তুত করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে তাদের কে আর বেশী উত্সাহিত করার জন্য এই ধরণের এ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়েছে। যুগান্তকারী এই সিদ্ধান্তে শিক্ষক সমাজে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’

ইত্তেফাক/এএম