শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

খুলনায় নর্দান ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১২

নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনায় ‘জাতির জনক বঙ্গবন্ধু ‘শেখ মুজিবুর রহমান কর্নার’ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রধান অতিথি হিসাবে খুলনা-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দীন জুয়েল এ কর্নার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সেখ সালাউদ্দিন জুয়েল বলেন, ‘তরুণ প্রজন্মকে পড়ালেখার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে নিজদের গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুকে তরুণ প্রজন্মকে কাছে পৌঁছাতে মহান দায়িত্ব নিয়ে এনউবিটি খুলনা কর্তৃক ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপন  করেছে। এনইবিটিরের এই বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে পড়বে।’

আরো পড়ুন: ৯ বছর পর মধুর ক্যান্টিনে ছাত্রদল, স্বাগত জানায় ছাত্রলীগ

এনইউবিটি খুলনার উপাচার্য প্রফেসর ড. আবু ইউসুফ মো আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর মো. আব্দুল মতিন ও খুলনা মহানগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল সুজন।

ইত্তেফাক/বিএএফ