শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চবি ক্যাম্পাসে বোমা আতঙ্ক

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:০৩

বোমা সদৃশ বস্তু রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ক্যাম্পাসের আইন অনুষদের সামনে বোমা সদৃশ বস্তু পড়ে থাকার খবর পাওয়া যায়। ফলে পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল ১১টার দিকে পাঁচ সদস্য বিশিষ্ট সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট এসে সেটি  উদ্ধার করে।

 

ডিসপোজাল ইউনিটের বরাত দিয়ে হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি চক্র বেগুনের উপরে কালো টেপ দিয়ে মুড়িয়ে চারটি তার দিয়ে রাখে। প্রথমে আমরা বোমা বলে ধারণা করলেও পরে এটি ভুয়া প্রমাণিত হয়।

আরো পড়ুন : জামায়াত ছাড়লেন ব্যারিস্টার রাজ্জাক

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী জানান, ক্যাম্পাসে আতঙ্ক ছড়াতে এটা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে চেষ্টা চলছে।

 

ইত্তেফাক/ইউবি