শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেরোবিতে ভর্তি পরীক্ষা শুরু ২ ডিসেম্বর

আপডেট : ২০ নভেম্বর ২০১৮, ১৪:৩২

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রথম বর্ষ স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হবে। ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগের এ ভর্তি পরীক্ষা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। এবার ভর্তি পরীক্ষায় বিএসসি (ইঞ্জিনিয়ারিং) এবং বিবিএ প্রোগ্রামে এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ৭০ হাজার ৬৬৭ জন।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩১৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা এ আবেদন করেছে।

এবারে ছয়টি অনুষদভুক্ত ২১টি বিভাগে আবেদনকারীর সংখ্যা এ-ইউনিটে ১৮ হাজার ২৭০ জন, বি-ইউনিটে ১৯ হাজার ৮১১ জন, সি-ইউনিটে ৮ হাজার ১২৩ জন, ডি-ইউনিটে ৮ হাজার ৯০১ জন, ই-ইউনিটে ৬ হাজার ৯৬৬ জন এবং এফ-ইউনিটে ৮ হাজার ৫৯৬ জন।

পরীক্ষার রুটিনসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে। খবর বাসসের।

ইত্তেফাক/এএম