বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুনরায় ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে: জবি ছাত্রজোট

আপডেট : ১২ মার্চ ২০১৯, ২১:২৮

ডাকসু নির্বাচনে নজিরবিহীন কারচুপি ও ছাত্র নেতাদের নামে মিথ্যা মামলা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ভাস্কর্য চত্বর থেকে মিছিল বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার ভাস্কর্য চত্বরে এসে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এন জুনায়েদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সভাপতি কিশোর কুমার সরকার ও ছাত্র ইউনিয়ন জবি সংসদের সভাপতি মিফতাহ আল ইহসান তূর্য।

আরো পড়ুন: ব্রেক্সিট নিয়ে কেন এতোটা চাপে থেরেসা মে?

সমাবেশে বক্তারা এই নির্বাচনকে বাতিল করে পুনরায় তফসিল ঘোষণার আহ্বান ও লিটন নন্দী, উম্মে হাবিবা বেনজিরসহ অন্যান্য ছাত্র নেতাদের নামে চাপিয়ে দেওয়া মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ সময় তারা ডাকসু নির্বাচন থেকে শিক্ষা নিয়ে দ্রুততম সময়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ আইন প্রণয়ন ও জকসু নির্বাচনের দাবি জানান।

ইত্তেফাক/জেডএইচ