শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

প্রকাশিত সংবাদের সংশোধনী

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৬:২৮

গত ২০ মার্চ দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণে ‘নিরাপদ সড়কের আন্দোলনেই শিক্ষার্থীদের ওপর গাড়ি উঠিয়ে দিলেন জবি শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে প্রত্যক্ষদর্শীদের দ্বিধাবিভক্ত মতের ভিত্তিতে ভুলবশত ‘আহত শিক্ষার্থীকে তিনি (শিক্ষক) নিজ গাড়িতে হাসপাতালে নিতে অসম্মতি জানান’ বিষয়টি চলে আসে।

প্রকৃতপক্ষে দুর্ঘটনার পর তিনি নিজ গাড়িতে আহত শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে যেতে চেয়েছেন। কিন্তু উত্তেজিত শিক্ষার্থীরা গাড়িটি ভাঙচুর করায় অ্যাম্বুলেন্সে করে সেই শিক্ষার্থীকে ঢামেকে নেওয়া হয়।

আরও পড়ুনঃ ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

পরবর্তীতে ওই শিক্ষকের ব্যক্তিগত উদ্যোগে আহত শিক্ষার্থীকে উন্নত চিকিৎসা দিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। যার সম্পূর্ণ ব্যয়ভার তিনি নিজে বহন করছেন।

ইত্তেফাক/নূহু