শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তরুণদের মধ্যে বাজেট বিষয়ে আগ্রহ বাড়াতে হবে: আতিউর রহমান

আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ১৯:১৮

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান বলেছেন, ‘জনগণের মধ্যে জাতীয় বাজেট বিষয়ে সচেতনতা বাড়ানো গেলেই তাদের অংশগ্রহণ কার্যকর হবে। আর এ জন্য তরুণ সমাজের মধ্যে বাজেট বিষয়ে আগ্রহ বাড়াতে উদ্যোগ প্রয়োজন। কারণ, বাজেট প্রক্রিয়া সম্পর্কে যথেষ্ট ধারণা রাখে এমন তরুণরা সমাজের অন্যান্য মানুষকেও এ বিষয়ে সচেতন করে তুলতে পারবে। ফলে বৃহত্তর অর্থে জনগণের মধ্যে বাজেট বিষয়ে সচেতনতা বাড়বে এবং অংশগ্রহণমূলক সুশাসন জোরদার হবে।’

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হাবিবুল্লাহ মিলনায়তনে ডেমোক্রেটিক বাজেট মুভমেন্ট ও অ্যাকশন এইড বাংলাদেশের যৌথ আয়োজনে বাজেট অলিম্পিয়াড ২০১৮- এর চূড়ান্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘গত দুই দশকের বেশি সময় ধরে সরকারের যথাযথ সহযোগিতায় বিভিন্ন থিংক ট্যাঙ্ক ও এনজিওগুলো বাজেট প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণ বাড়াতে কাজ করেছে। ফলে ইতিবাচক পরিবর্তনও এসেছে। তবে এক্ষেত্রে আরো উন্নতি করার সুযোগ রয়েছে।’

আরো পড়ুন: এ বছর রোকেয়া পদক পেলেন পাঁচ নারী

ড. আতিউর রহমান বলেন, ‘বর্তমানে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের এক চমকপ্রদ অভিযাত্রায় আছে। অন্তর্ভুক্তিমূলক এই ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই তাতে সকলের অংশগ্রহণ অব্যাহত রাখতে হবে। বাজেট অলিম্পিয়াডের মতো উদ্যোগগুলো সারাদেশে ছড়িয়ে গেলে জাতীয় বাজেটের মতো অতি গুরুত্বপূর্ণ পাবলিক ডকুমেন্ট বিষয়ে জনগণের সচেতনতা বাড়বে এবং অংশগ্রহণমূলক গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে।’

ইত্তেফাক/বিএএফ