শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেরোবিতে ২২দিনের শীতকালীন ছুটি ঘোষণা

আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শীতকালীন ছুটি বাড়িয়ে ২২ দিন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৯তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসয়যোগ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি ১৯ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১২ দিন ছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ৫৯ তম সিন্ডিকেট সভায় ছুটি বাড়িয়ে মোট ২২ দিন করা হয়েছে। 

আরো পড়ুনঃ শেখ হাসিনার নির্বাচনী প্রচারে সফরসঙ্গী রিয়াজ-ফেরদৌস

শীতকালীন ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা ১৪ ডিসেম্বর ২০১৮ থেকে ৬ জানুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে এবং ৭ জানুয়ারি থেকে যথারীতি সব ক্লাস-পরীক্ষা চালু থাকবে। এছাড়া ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত অফিস বন্ধ থাকবে।৬ জানুয়ারি থেকে যথারীতি অফিস খোলা থাকবে। 

ইত্তেফাক/কেকে