শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মঞ্চে আসছে থিয়েটার আর্ট ইউনিটের ‘অনুদ্ধারণীয়’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৭:৩১

দেশের অন্যতম নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট মঞ্চে নিয়ে আসছে নতুন নাটক ‘অনুদ্ধারণীয়’। বুদ্ধদেব বসুর ছোটগল্প অবলম্বনে নাট্যরূপ ও নির্দেশনা দিচ্ছেন ড. মোহাম্মদ বারী। 

১১ জানুয়ারি, শুক্রবার  সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। চলছে শেষ মুহূর্তের মহড়া।  এটি থিয়েটার আর্ট ইউনিটের ৩২তম প্রযোজনা।

‘অনুদ্ধারণীয়’  মূলত প্রতিষ্ঠানবিরোধী তারুণ্যের রোমান্টিসিজমের গল্প। দুটি প্রধান চরিত্র কবি ও কবিভক্ত অমিতের চূড়ান্ত দ্বন্দ্বের মধ্য দিয়ে এগিয়ে যায় নাটকের কাহিনী। 

নাটকটিতে অভিনয় করবেন, মোহাম্মদ বারী, মেহমুদ সিদ্দিকী লেনিন, মাহফুজ সুমন, নুরুজ্জামান বাবু, সরকার জামান, এস আর সম্পদ, ফৌজিয়া করিম, মোহাম্মদ রাকিব, সুমন আকন্দ, আশিক প্রমুখ।

অনুদ্ধারণীয় নাটকের মহড়ার দৃশ্য। ছবিঃ থিয়েটার আর্ট ইউনিটের সৌজন্যে।

নাটকের নেপথ্য কুশিলবের মধ্যে রয়েছেন, গল্পে বুদ্ধদেব বসু, নাট্যরূপ ও নির্দেশনায় মোহাম্মদ বারী, নির্দেশনা সহকারী স্বাধীন শাহ, মঞ্চ ব্যবস্থাপনায় সরকার জামান, সহকারী মোহাম্মদ রাকিব। মঞ্চ ও ভিজ্যুয়াল ডিজাইনে শাহীনুর রহমান, সহযোগী আরিফ সাকিল। ভিজ্যুয়াল প্রক্ষেপণে রানা সিকদার। 

আরও পড়ুনঃ আবার আসছেন ‘মুন্নাভাই’, জানালেন সারকিট

আলোক পরিকল্পনায় অম্লান বিশ্বাস, আবু সুফিয়ান বিপ্লব, আলোক প্রক্ষেপণে আবু সুফিয়ান বিপ্লব/ আবদুল আলীম। আবহ সংগীত পরিকল্পনায় সেলিম মাহবুব, সহযোগী আবির সায়েম। কোরিওগ্রাফিতে অনিকেত পাল বাবু। পোশাক পরিকল্পনায় ফৌজিয়া করিম। দ্রব্যসামগ্রী ব্যবস্থাপনায় মাজিদুল মিঠু। প্রকাশনায় প্রশান্ত হালদার। প্রযোজনা করবেন রোকেয়া রফিক বেবী।

ইত্তেফাক/অনি/নূহু

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন