শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গভীর রাতে সালমানের বাড়িতে ভাঙচুর, মুখ খুললেন জেসিয়া

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ১৬:৩১

গভীর রাত। একটি বাড়ির প্রবেশমুখের সামনে দাঁড়িয়ে তরুণী। চিৎকার চেঁচামেচি করেছেন। কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছেন না। একপর্যায়ে শুরু করলেন ভাঙচুর। একটি ইট নিয়ে চলে ভাঙচুর। একের পর এক ইট নিক্ষেপ করছেন। সঙ্গে সঙ্গে কাঁচ ভেঙ্গে যাচ্ছে এমন শব্দ ছড়িয়ে পড়ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এমন একটি ভিডিও। সম্প্রতি রাজধানীর মিরপুর ডিওএইচএসের সালমান মুক্তাদিরের বাড়ির প্রবেশমুখে এই ঘটনা ঘটে। আর যেই তরুণী ভাঙচুর করেছিলেন, শুনা যাচ্ছিল তিনি নাকি সালমানের প্রেমিকা জেসিয়া ইসলাম। তবে এ নিয়ে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। শেষপর্যন্ত পরিষ্কার হলো ঘটনা। স্বয়ং জেসিয়ার কথায় জানা গেল সে দিনের ভাঙচুর তিনিই করেছিলেন।

১৭ জানুয়ারি ফেসবুকে একটি ভিডিও বার্তায় সেদিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। পাশাপাশি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করেন।

জেসিয়া ইসলাম বলেন, ‘দয়া করে পুরো ঘটনা না জেনে ফেসবুকে কিছু শেয়ার করবেন না। প্রতিটি ঘটনার দুটি পক্ষ আছে। যাইহোক, সে দিনের ঘটনায় আমি অত্যন্ত ক্ষমাপ্রার্থী। আমার রাগ নিয়ন্ত্রণ করার দরকার ছিল, যেটা আমি করিনি। শুরু থেকে আমি আমার ভালো ভাবমূর্তি ধরে রাখতে পারিনি। ভবিষ্যতে আমি ভালো কিছু করতে চাই, যেটা দেখে সবাই গর্ববোধ করবে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি, সেদিন ওভার রিয়্যাক্ট করেছি। যা ঠিক হয়নি। প্রত্যেকটা সম্পর্কে ঝগড়া কিংবা ভুল বোঝাবুঝি হয়ে থাকে। আর প্রত্যেকটা সম্পর্কে এটা সাধারণ একটা বিষয়। আমাদের (সালমান ও জেসিয়া) জীবনের সেই সমস্যা হচ্ছে। এটা নিয়ে ভাবার কিছু নেই।’ 

আরো পড়ুন: হিটলার যা করেছে মোদিও তাই করবেন: কেজরিওয়াল

জেসিয়া বলেন, ‘যিনি সেদিন ভিডিওটা রেকর্ড করে ফেসবুকে ছেড়েছেন, তাকে অনুরোধ করব পরবর্তী সময়ে এমন কোনো ভিডিও যেন তিনি না ছাড়েন। আপনার জীবনে কিংবা পরিবারে যদি সমস্যা হয়, সেটা আপনি রেকর্ড করতে পারেন না।’

এ ঘটনার বিষয়ে সালমান মুক্তাদির থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৭ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এ বিজয়ী হয়েছিলেন জেসিয়া ইসলাম। পরে মিস ওয়ার্ল্ডের মূল প্রতিযোগিতায় সেরা ৪০-এ ঠাঁই পান তিনি। এরপর থেকে সালমান মুক্তাদিরের প্রেমিকা পরিচয়ে আলোচনায় আসেন তিনি।

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন