শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রুবা মজুমদারের গানের ভুবন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:০৭

২০১৫ সাল হুমায়ুন আহমেদ ট্রিবিউট চলছে ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্টে। প্রায় ৪০ হাজার মানুষ আর্মি স্টিডিয়ামে টেলিভিশন লাইভে সংযুক্ত গোটা দেশের মানুষ নার্ভাস তো লাগছিলোই জানালেন রুবা মজুমদার ক্যারিয়ারের শুরুতে ফোক ফেস্ট, কন্ঠে হুমায়ুন স্যারের গান। কিছুটা অবিশ্বাসও বটে ন্যাশনাল মিউজিক স্কুলের গণ্ডি থেকে বেড়িয়ে কৈলাশ খের কিংবা পাপনের সাথে গ্রিন রুম শেয়ার করা যেমন নার্ভাস করে দিবে আবার ইন্সপেয়ারও করবে তারপর রুবা স্টেজে এলেন গাইলেন ও জয় করলেন।

কুমিল্লার মেয়ে রুবা পড়াশুনা করেছেন ফোক ও শাস্ত্রীয় সংগীত নিয়ে। ঢাকায় জাতীয় সংগীত কলেজ থেকে অনার্স মাস্টারস শেষ করে এখন তৈরি হচ্ছেন পিএইজডির জন্য। এতো গেল তার প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা।

নিজের গড়া ব্যান্ড ‘ফ্রি স্কুল স্ট্রিট’ এর প্রাকটিস চলছে পুরোদমে। ‘ফ্রি স্কুল স্ট্রিট’ রুবার নিজের ব্যান্ড যারা মূলত ফোক, ফিউশন ও রক ও কান্ট্রি মিউজিক করবে। এর মধ্যে ব্যান্ডের শো এর ডাক আসতে শুরু করছে তাই ব্যস্ততাও আছে স্টেজে।

আরো পড়ুন: তিন বছর প্রশাসনের দ্বারে ঘুরেও ক্ষতিপূরণ জোটেনি!

নিজের মৌলিক গানের খবর জানতে চাইলে রুবা জানান, ‘সজীব দাশের সাথে কাজ করছেন প্রায় একবছর ধরে, দাদা গুণী মানুষ ধীরেসুস্থে কাজ করেন আমাদের দুটো গান শেষ হয়েছে, মিউজিক ভিডিও করতে আগ্রহ প্রকাশ করছে একটি রেকর্ড লেবেল কোম্পানি। আশানুরূপ চুক্তিনামা না হওয়ায় কাজটি আটকে গেছে ভাবছি ব্যক্তিগত উদ্যোগে মিউজিক ভিডিও করে তারপর কোন রেকর্ড লেবেলের সাথে কথা বলা যাবে।’

তিনি আরও বলেন, রাজীব হোসেনের সাথে একটা ট্রিবিউট প্রজেক্ট চলছে। আমরা কিছু পুরনো গান নতুন করে শ্রোতাদের সামনে নিয়ে আসতে চাচ্ছি গত সপ্তাহে এমন একটি গান আমার অফিসিয়াল সাউন্ডক্লাউড সাইডে রিলিজ করেছি।’

সাম্প্রতিক ব্যস্ততা নিয়ে কথা হলে রুবা বলেন, ‘ব্যাংক গুলোর এজিএম, পিকনিক, কর্পোরেট শো, প্রাক্টিস, ব্যান্ড, মৌলিক গান - ব্যস্ততা অবসর দিচ্ছেনা একদম। তবে গানের মানুষ গানের মধ্যেই ভাল থাকি।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন