শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রুনা লায়লার গান মিশুর কণ্ঠে

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

রুনা লায়লার অসম্ভব ভক্ত ফারজানা মিশু। তার গান শুনে বড় হয়েছেন। ফোক ধারার আবহ থাকলেও গুণগুনিয়ে সেই ছোটবেলা থেকেই গাইতেন রুন লায়লার গাওয়া গানগুলো। বড় হওয়ার পরও রয়েছে সে অভ্যাস। তাই নতুন আয়োজনে ভালোবাসা দিবস উপলক্ষে প্রিয় শিল্পীর গান কণ্ঠে তুলেছেন তিনি। কাভার করেছেন কেয়ামত থেকে কেয়ামত’ ছবিতে রুনা লায়লা ও আগুনের গাওয়া জনপ্রিয় ‘একা আছি তো কী হয়েছে’ গানটি।

নতুন আয়োজনে গানটির সঙ্গীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আর ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। মূল গানটি ডুয়েটভাবে রুনা লায়লা ও আগুন গাইলেও এখানে মিশু একাই গেয়েছেন গানটি।

আরো পড়ুন: প্রাথমিকের অফিস সহকারীর ৫ কোটি টাকার বাড়ি

গানটি গাওয়ার পিছনে মজার একটি গল্পের কথা জানালেন মিশু। তিনি বলেন, ‘যখন থেকে গান শুনি তখন থেকেই কিছু গান পছন্দের তালিকায় রয়েছে। একদিন আমজাদ ভাইয়ের স্টুডিওতে আমার মৌলিক একটি গারে ভয়েস দিতে গিয়ে এই গানটি গুণগুনিয়ে গাচ্ছিলাম। তখনই পরিকল্পণা করি গানটি কাভার করলে কেমন হয়? যেই ভাবা সেই কাজ।’

নতুন করে সঙ্গীতায়োজনে গানটি দারুন হয়েছে বলে দারি শিল্পীর। এজন্য সঙ্গীতায়োজক আমজাদ হোসেনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন নতুন এ শিল্পী। গানটি সম্প্রতি  প্রযোজনা সংস্থা অনুপমের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

গত বছরের শুরুতে মিশুর প্রথম গান ‘কী লাভ হইলো’ প্রকাশিত। ফোক ধারার গানটি শ্রোতাদের বেশ প্রশংসিত হয়।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন