বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চকবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে হিরো আলম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৪

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসি) চিকিৎসাধীন রয়েছেন। তাদের পাশে এসে দাঁড়ালেন হিরো আলম।

রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন তিনি। এ সময় তিনি পুড়ে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।

হিরো আলম পুড়ে যাওয়া রোগীদের বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোন কিছুর জন্য চিন্তা করবেন না। আল্লাহ আপনাদের সাথে আছেন। 

আরো পড়ুন: হাল বইলেন নড়াইলের পুলিশ সুপার!

এ সময় বিভিন্ন রোগীর স্বজনদের তিনি নিজ হাতে নিজের ফোন নাম্বার দিতে দেখা যায়।

হিরো আলম বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কী হলাম না, সেটা বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না? এটা হতে পারে না

আরো পড়ুন: প্রতিবেশীর সঙ্গে প্রেম, স্কুলছাত্রীর নগ্ন ভিডিও

তিনি বলেন, এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি ক্ষতিগ্রস্তদের দিকে এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভাল চিকিৎসা হওয়া সম্ভব।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন