শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উভকামী অ্যাম্বার হার্ডকে মেনে নেয়নি পরিবার

আপডেট : ২১ মার্চ ২০১৯, ২২:০২

সমকামিতা এখনো ভারতীয় সমাজে অনেক ক্ষেত্রেই স্বীকৃত নয়। আইনি স্বীকৃতি থাকলেও মানসিকভাবে মেনে নিতে পারেন না অনেকেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এক্ষেত্রে খুব আলাদা জায়গায় নেই। নিজের জীবনে সেই চরম সত্যিটা বুঝেছেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড।

‘অ্যাকোয়াম্যান’ খ্যাত অভিনেত্রী অ্যাম্বার উভকামী। এই সত্যিটা তার বাড়িতে জানার পর কেঁদে ফেলেছিলেন তার বাবা-মা। সম্প্রতি এ কথা প্রকাশ্যে স্বীকার করেছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: যুক্তরাজ্যে একরাতে পাঁচ মসজিদে হামলা ও ভাঙচুর

অ্যাম্বার বলেন, “আমার বাড়ি টেক্সাসে। ধর্মীয় আবহে বড় হয়েছি। যখন প্রথম বাড়িতে বললাম, ‘আমি এক মহিলাকে ভালবাসি। তখন কেঁদে ফেলেছিলেন বাবা-মা। পরে পুরুষের প্রতিও সমান টান অনুভব করেছি। আমার এই সত্তা মেনে নিতে পারেননি তারা।”

তবে পরে পরিস্থিতি পরে বদলে যায়। অভিনয়ে জনপ্রিয়তা ও পুরস্কৃত হওয়ার পর মেয়েকে মেনে নিয়েছিলেন অ্যাম্বারের বাবা-মা।

অ্যাম্বার জানান, ‘ওই ঘটনার পাঁচ বছর পর অ্যাওয়ার্ড পেয়েছিলাম। বাবা-মা গিয়েছিল অনুষ্ঠানে। আমার সাফল্য দেখে  তাদের দৃষ্টিভঙ্গি বা ধারণা অনেক বদলে গিয়েছিল।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন