বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শীতে শিশুর অসুস্থতা দূর করবেন কিভাবে

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ০৯:৩৪

ঋতুচক্রে শীতকালের পরিধি দিন দিন কমে যাচ্ছে। তারপরও শীতকাল সবার জন্যই একটু বাড়তি যত্ন নেওয়ার দরকার। এই সময় আবহাওয়া পরিবর্তনের কারণে শিশু এবং বড় সবাই অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। বিশেষ করে নবজাতক ও ছোট শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। তাই এই সময় প্রয়োজন একটু বাড়তি যত্ন ও সতর্কতা। আসুন জেনে নিই এই শীতে আপনার বাবুর যত্ন কিভাবে নেবেন।

১. প্রতিদিন হালকা কুসুম গরম পানিতে শিশুকে গোসল করাতে হবে। গোসলের আগে যে কোন ধরনের স্বাস্থ্য সম্মত অয়েল লাগিয়ে নিতে পারেন।

২. গোসল দ্রুত শেষ করবেন। খুব বেশি ফেনাযুক্ত সাবান ব্যবহার করবেন না এবং গোসল শেষে ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করবেন।

৩. শিশুকে সুতি, ঢিলেঢালা কাপড় পরাবেন। খেয়াল রাখবেন গরম কাপড় যেমন উলের কাপড় পরালে শিশু যেন ঘেমে না যায়। ঘাম বসে ঠাণ্ডা লেগে যেতে পারে। তাই গরম কাপড়ের নিচে সুতি কাপড় পরিয়ে নেবেন।

৪. শীতকালে খুশকি হওয়ার প্রবণতা থাকে। তাই সপ্তাহে অন্তত দুই দিন শিশুকে শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে দিবেন।

৫. শীতে ন্যাপকিন ব্যবহার করলে ঘন ঘন পরিবর্তন করে দিন। শিশুর ন্যাপি এলাকায় একটু ভ্যাসলিন ব্যবহার করুন। তাহলে আর্দ্রতা ধরে রাখতে ও চর্মরোগ থেকেও মুক্ত রাখতে পারবেন।

আরো পড়তে পারেন: শীতে ঠোঁট ফাটায় করণীয়

৬. শিশুকে মৌসুমি ফল ও শাক সবজি খাওয়াবেন এবং প্রচুর পানি পান করাবেন। একটু বাড়তি যত্নই পারে আপনার শিশুকে শীতজনিত অসুস্থতা থেকে দূরে রাখতে। এছাড়া শিশুর যাতে অতিরিক্ত ঠাণ্ডা না লাগে তাও খেয়াল রাখতে হবে।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ

ইত্তেফাক/মোস্তাফিজ

এ সম্পর্কিত আরও পড়ুন