শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘরোয়া উপায়ে দাঁতের সমস্যা সমাধান

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:০৯

শীতকালে যে সব সমস্যা বেশি লক্ষ করা যায় তার মধ্যে দাঁতের সমস্যা অন্যতম। ঠাণ্ডা আবহাওয়া দাঁতের ব্যথা বা দাঁতে নানা সমস্যাকে বাড়িয়ে তোলে। ঠাণ্ডায় দাঁতে শিরশিরানি বা ব্যথার প্রকোপও বাড়ে। কিন্তু ব্যথা বা সমস্যা কমার কোনো উপায় জানা থাকলে সে সময় আরাম পাওয়া যায়। তা ছাড়া ছোটখাটো দাঁতের সমস্যা সারাতেও এই সব উপায় কাজে আসে।

প্রয়োজন কেবল নারকেল তেল ও লবঙ্গের গুঁড়ো। এবার একটি পাত্রে নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে এই মিশ্রণ ব্রাশের সাহায্যে আক্রান্ত স্থানে লাগান। দিনে  তিনবার এমনটা করলে অনেকটা আরাম মিলবে দাঁতের ব্যথা ও অন্যান্য সমস্যা থেকে।

নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সংক্রমণ রোধ করে। এ ছাড়া লবঙ্গের গুঁড়োয় থাকা ইউজিনল দাঁতের ব্যথা কমাতে খুবই কার্যকর ভূমিকা গ্রহণ করে। সুতরাং চিকিৎসকের কাছে যাওয়ার আগেই ব্যথাকে কব্জা করার এই সহজ উপায়ে আস্থা রাখলে আরাম পাবেন সহজেই।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন