শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মার্চে উপজেলা ভোটের চিন্তা ইসির

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৭:১৮

আগামী মার্চেই উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এই তথ্য জানান।

ইসি সচিব বলেন, উপজেলা নির্বাচন তো নির্দিষ্ট সময়ের মধ্যেই করতে হবে। যেহেতু ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আর এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা। তাই আমরা মার্চ মাসটাকে ধার্য করেছি উপজেলা নির্বাচন করার জন্য। নির্বাচন কমিশন যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবে এগিয়ে যাব।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দুই সপ্তাহ পরই, ১৯ জানুয়ারি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল কাজী রকিবউদ্দীন আহমদের কমিশন।

আরও পড়ুন: ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকুন : এমপি নিক্সন চৌধুরী

ইত্তেফাক/এমআই