শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেখ হাসিনাকে ফিজির প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৫:০০

জাতীয় নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফিজির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের মাধ্যমে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের দ্বারপ্রান্তে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিজয়ে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় এবার ফিজির প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অভিনন্দন বার্তা আসল।

সদ্য সমাপ্ত এই নির্বাচনে মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে নির্বাচনের আয়োজন করা হয়। তফসিলের পর একজন প্রার্থী মারা যাওয়ায় সেই আসনে ভোট স্থগিত হয়। অপর একটি আসনে ফলাফল স্থগিত থাকায় ২৯৮টি আসনের ফলাফল ঘোষণা করা হয়।

আরো পড়ুন: পুরান ঢাকায় পলিথিন কারখানায় আগুন

যেখানে ২৮৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এছাড়া জাতীয় ঐক্যফ্রন্ট সাতটি ও স্বতন্ত্র প্রার্থীরা তিনটি আসনে জয়লাভ করে। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত সাতজন সাংসদ ছাড়া বাকিরা আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন।

ইত্তেফাক/কেআই