শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শপথ নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১৮:০৯

প্রধানমন্ত্রী হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে এ শপথ নেন।

মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা বঙ্গভবনে এসেছেন। এই শপথের মধ্য দিয়ে তাদের অভিষেকের সব প্রস্তুতি নেওয়া হয়েছে বঙ্গভবনে। এ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ।

আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।

নিয়মানুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

আরও পড়ুন: মন্ত্রী হচ্ছেন যারা

উল্লেখ্য, এ শপথে মোট ৪৭ জন রয়েছেন। ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী, ৩ জন উপমন্ত্রী ও প্রধানমন্ত্রী শপথ নিচ্ছেন।

 

ইত্তেফাক/এমআই