শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের পিএস

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ১৭:১১

নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের একান্ত সচিব (পিএস) নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। গতকাল মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব আলিয়া মেহের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

এবারই প্রথম জনপ্রশাসন মন্ত্রণালয়ের পছন্দে একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হলো। এর আগে এই পদে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পছন্দের লোক নিয়োগ দেয়া হতো।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ। মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন ২৭ জন নতুন মুখ।

 

ইত্তেফাক/এএম